বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে দুর্গা পূজা

বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে দুর্গা পূজা

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। 

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে।

অশ্রু ভেজা ভালোবাসায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানালো তাঁর অগণিত ভক্ত। করোনা কালে কড়াকড়ি থাকলেও অন্যান্য বছরের মত এবারও প্রতিমা বিসর্জনের আগে কোনও কোনও মণ্ডপে ভক্তদের আবির খেলায় মেতে উঠতে দেখা যায়।

আজ দুপুরের পরই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নদ নদী ও বিভিন্ন জলাশয়ে দেবীর দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ঢাকাসহ সারা দেশে নেওয়া হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা। করোনা দুর্যোগের মধ্যেও শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু এবং সুন্দর সমাপ্তির পেছনে যারা নিরলস কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ । বিজয়া দশমী উপলক্ষে সোমবার ছিল সরকারী ছুটির দিন।

Your browser doesn’t support HTML5

বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে দুর্গা পূজা