বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

Dhaka, Bangladesh

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে। পানি থেকে একটি টং দোকান সরাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। নিহতদের মধ্যে ছয় জন ঘটনাস্থলেই মারা যান। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই জন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

মঙ্গলবার দুপুরে কাদাই গ্রামের মাদ্রাসা মাঠে জলাবদ্ধ অবস্থায় থাকা টং দোকানটি সরাতে ৩ শিক্ষার্থীসহ ৯ ব্যক্তি চেষ্টা করছিলেন। এসময় ওই দোকানের টিনের চালা উপরে থাকা বিদ্যুতের তারে লেগে তারটি ছিড়ে যায়। এতে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ সংস্থা সংযোগ বিচ্ছিন্ন না করায় হতাহতের ঘটনা ঘটেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সিরাজগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনা জানার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। আর বিদ্যুতের তারটি ভুমি থেকে ১৫ ফুট উপরে ছিল। অসতর্কতার কারণে এমনটি হয়েছে।