বিধানসভা নির্বাচনকে ঘিরে নেতা নেত্রীরা বাড়ি বাড়ি জনসংযোগ করছেন

বিধানসভা নির্বাচনকে ঘিরে নেতা নেত্রীরা বাড়ি বাড়ি জনসংযোগ করছেন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগে নেমে পড়েছে শাসক দল।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগে নেমে পড়েছে শাসক দল।

প্রচারে গিয়ে দলীয় নেতৃত্বকে স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা ক্ষোভের কথাও শুনতে হচ্ছে। মানুষের সেই ক্ষোভ প্রশমনে নেতাদের ঢাল দলনেত্রীই। বাসিন্দারা তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জানালে তাঁদের কাছে তৃণমূলের নেতৃত্বের আর্জি, ‘মমতাকে দেখে ভোট দিন’। মানুষের এমন ক্ষোভের মুখে লোকসভা ভোটের অঙ্কে পাঁশকুড়া পশ্চিমে পিছিয়ে থাকা তৃণমূল এবারের নির্বাচনে কতটা সুবিধা করতে পারবে সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় প্রার্থী হন নন্দীগ্রামের ফিরোজা বিবি। পাঁশকুড়ার বাইরে প্রার্থী বেছে নেওয়ায় দলে সেই সময় থেকেই মাথা চাড়া দেয় গোষ্ঠীকোন্দল। সে বার ফিরোজা বিবি খুব অল্প ব্যবধানে জয় পান। গত২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জন্য অধিকাংশ জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তৃণমূলকে প্রায় ৩ হাজার ভোটে পিছনে ফেলে দেয় বিজেপি। সরকারি চাকরিতে ভাটা, স্বজনপোষণ, নেতাদের দুর্নীতি ইত্যাদি ইস্যুতে গত দু’বছরে পাঁশকুড়ায় শাসক দলের পায়ের তলার মাটি অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।স্থানীয় ভোটারদের ভোটারদের ক্ষোভ সামাল দিতে তৃণমূল নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেওয়ার আর্জি জানান।

Your browser doesn’t support HTML5

বিধানসভা নির্বাচনকে ঘিরে নেতা নেত্রীরা বাড়ি বাড়ি জনসংযোগ করছেন