বিশেষ পরিবেশনা: বর্ষা বরণ

A general view of a lake running dry on a hot summer day near Ajmer on June 2, 2019. - Temperatures passed 50 degrees Celsius (122 Fahrenheit) in northern India as an unrelenting heatwave triggered warnings of water shortages and heatstroke. (Photo by Him

দীর্ঘ তপ্ত গ্রীষ্মের পরে বর্ষার জন্য বাঙালি তৃষিত চাতকের মতো অপেক্ষা করে থাকে। বৈশাখ-জৈষ্ঠের খরতাপে মাটি যখন ফুটিফাটা, নদী নালা যায় শুকিয়ে, ঠিক সেই সময় সজল ঘন মেঘ বয়ে নিয়ে আষাঢ় মাস আসে, আসে বর্ষণ মুখরিত শ্রাবণ ভাদ্র। ধরণী শান্তি পায়।

এই আষাঢ় দিবসে আমরা আজ আবাহন করছি বহু আকাঙ্খিত বর্ষা ঋতুকে রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের গানে ও কবিতায়।

বর্ষা বরণ অনুষ্ঠানটি পরিবেশন করছেন দীপংকর চক্রবর্তী। গানে দেবব্রত বিশ্বাস, অদিতি মহসিন, ফেরদৌস আরা, হৈমন্তী শুক্লা, পীযূষ কান্তি সরকার ও হেমন্ত মুখোপাধ্যায়।

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তী