ভারত ও পাকিস্তানের বন্দী বিনিময়

Pakistan India

ভারত ও পাকিস্তান এই দুই দেশের বিভিন্ন জেলে বন্দী অবস্থায় থাকা পরস্পরের নাগরিক ও মৎস্যজীবীদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান৷ জানা গিয়েছে, দুহাজার আট সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি মেনেই দু’দেশ শুরু করতে চলেছে বন্দী মুক্তির এই প্রক্রিয়া৷

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট বন্দী

যেখানে পাক প্রশাসনের কাছে ভারত দাবি করেছে, ইতিমধ্যে যারা সাজার সময়সীমা অতিক্রম করেছেন এবং ভারতীয় বলে যাঁদের নাগরিকত্ব নিশ্চিত করা গিয়েছে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক৷ পাশাপাশি ভারতের কাছেও একই অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেও৷জানা গেছে, ভারতের হাতে পাকিস্তান তুলে দিয়েছে সেখানকার বিভিন্ন জেলে বন্দি তিপান্ন জন ভারতীয় নাগরিক ও চারশো আঠেরো জন ভারতীয় মৎস্যজীবী বন্দির পরিসংখ্যান৷ পাশাপাশি, ভারত পাকিস্তানকে জানিয়েছে,দুশো ঊনপঞ্চাশজন পাক নাগরিক ওএকশো আট জন পাক মৎস্যজীবীর পরিসংখ্যান৷ এনারা প্রত্যেকেই কোনও সময় সীমান্ত পেড়িয়ে বা জলসীমা লঙ্ঘন করে পাক জমিতে ঢুকে পড়েছিল৷ এদেরই চটজলদি মুক্তি দেওয়ার দাবি জানান হয়েছে বলেই খবর৷