নরেন্দ্র মোদি সরকার ৪ বছর আগে ক্ষমতার আসবার পরে এই প্রথম ঋণের ওপর সুদের হার বাড়ল।হার বেড়েছে নেহাতই ০.২৫ পয়েন্ট।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
গৌতমগুপ্তের রিপোর্ট (সুদের হার)
কিন্তু এত দিনের বিরতির পরে সুদের হারে উর্ধগামীতা একটা উদ্বেগ সৃষ্টি করেছে। এবার কি তবে মাঝেমাঝেই সুদ বাড়তে থাকবে? এই ৪ বছরে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বরং কমিয়েছে ৬ বার। অর্থনীতিতে তাহলে কি এমন ঘটেছে?
দুনিয়া জুড়ে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া একটা যে বড় কারণ, তাতে সন্দেহ নেই। অন্য দিকে, মুদ্রাস্ফীতির রাশ টেনে রাখার একটা পরিচিত পদ্ধতি হল, বাজারে টাকার জোগান কমিয়ে দেওয়া। ধার নিতে গেলে সুদ যদি চড়া হারে হয়, ধার নেওয়া কমে যাবে।
এটাই সুদের হার বাড়ানোর হেতু কিনা, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল, তা খুলে বলেন নি, তবে অর্থনীতিবিদেরা তেমনই ভাবছেন।