ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ ও রাজ্যের একাধিক জেলা, সেই সঙ্গে ভূকম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর থেকে শুরু করে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমেও।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট ভূমিকম্প
আজ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। বৃহত্তর কলকাতারনিউ টাউনের সেক্টর ফাইভের বহুতলেও কম্পন অনুভূতহয়।কম্পন অনুভূত হয় রাজ্যের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। পাশাপাশি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মাটিও কেঁপে ওঠে। শুধু রাজ্যে নয়, এদিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ভূ-স্বর্গ জম্মু-কাশ্মীরও। একইসঙ্গে, অসম ও প্রতিবেশী দেশ বাংলাদেশেও কম্পন অনুভূত হয় বলে খবর। ভূকম্পনের আতঙ্কে বহুতলের সিঁড়ি থেকে নামতে গিয়ে মৃত্যুও হয়েছে একজনের উত্তরবঙ্গের শিলিগুড়িতে।এদিন ভারতীয় সময় সকাল ১০টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কলকাতায়। বৃহত্তর কলকাতার নিউটাউনের সেক্টর ফাইভের বহুতলেও কম্পন অনুভূত হয়। বেশ বড় মাপের কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অফিসকর্মীরা।কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলা থেকে ভূমিকম্পের খবর আসতে থাকে।রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড হয়েছে ৫.৫। জানা গিয়েছে, অসমের কোকরাঝাড়ে ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পেরউৎস স্থল।