গতকাল মহারাষ্ট্র পুলিশ ভারতের নানা জায়গা থেকে যে পাঁচজন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করেছিল, আজ সুপ্রিম কোর্ট তার তীব্র সমালোচনা করে বলেছে, ওঁদের কাউকে জেলে পাঠানো যাবে না।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ওআই ভি চন্দ্রচূড় বলেছেন, আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে কিনা সন্দেহ আছে। তাই আপাতত ওঁদের গৃহবন্দি করে রাখা যেতে পারে। ৬ সেপ্টেম্বর মামলাটি পর্যালোচনা করে রায় দেওয়া হবে। এর ফলে মানবাধিকার কর্মীরা যেমন স্বস্তি পেলেন, তেমনই কেন্দ্র ও মহারাষ্ট্র পুলিশ জোর ধাক্কা খেল।
গত পয়লা জানুয়ারি পুনের কাছে ভীমা কোরেগাঁও গ্রামে দলিতদের সমাবেশে হিংসা ছড়ানোর অভিযোগে পুলিশ মঙ্গলবার দেশজুড়ে অভিযান চালায়। ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালভেজ এবং গৌতম নওলাখা গ্রেফতার হন, আটক করা হয় আরও তিন জনকে। সঙ্গে সঙ্গে সারা ভারতে সমালোচনার ঝড় ওঠে। আজ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট। দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা
Your browser doesn’t support HTML5
ভারতে মানবাধিকার কর্মী গ্রেফতারের তীব্র সমালোচনা