ভারতে যৌন অপরাধ থামাতে নিবন্ধন কার্যক্রম শুরু

ভারতে ক্রমবর্ধমান যৌন অপরাধ থামাতে ভারতীয় কর্তৃপক্ষ যৌন অপরাধীদের নিবন্ধন শুরু করেছে।

আপাতত এই নিবন্ধন কার্যক্রম শুধুমাত্র আইন শৃংখলা বাহিনীর কাছে থাকবে। যুক্তরাষ্ট্রেও এই অপরাধী নিবন্ধনের বিষয় রয়েছে, তবে তা সকলের জন্যে উন্মুক্ত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক তথ্যে বলা হয় এই ডাটাবেসে ৪ লাখ ৪০ হাজার নাম রয়েছে যারা ধর্ষন, শিশু যৌন হয়রানীর শিকার হয়েছেন। ওই ডাটাবেজে অপরাধীদের ছবি, ঠিকানা ও আঙ্গুলের ছাপ থাকছে।

ভারতে জাতীয় অপরাধ ব্যুরোর তথ্য অনুসারে ২০১৫ ও ২০১৬ সালে ভারতে যৌন অপরাধের হার বেড়ে যায় ১২ শতাংশ। ২০১৬ সালের ভারতে দৈনিক ১০০টিরও বেশী ধর্ষনের ঘটনা ঘটে।