ভারতের ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ন'জন শ্রমিক প্রাণ হারিয়েছেন

Fire at Bhilai in India.

ভারতের ছত্তিশগড়ের ভিলাই ইস্পাত কারখানায় আজ সকালে এক বিস্ফোরণে ন'জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন চোদ্দ জন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী।

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তীর রিপোর্ট

আজ সকাল সাড়ে দশটা নাগাদ কোক আভেনের কাছে গ্যাসের একটি পাইপ লাইনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেইল জানিয়েছে, ওই সময় রুটিন মাফিক গ্যাস পাইপলাইন পরিস্কার করার কাজ চলছিল। হঠাৎ ওই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত সেইল ন'জনের মৃত্যুর খবর দিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। দমকল বাহিনী বেলা দুটো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কিন্তু আগুনের তাপে আর ঘন কালো ধোঁয়ায় উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। কেন্দ্রীয় ইস্পাত ও খনি দফতরের প্রতিমন্ত্রী বিষ্ণু দেও সাই এই দুর্ঘটনার খবর পেয়ে ভিলাইয়ে চলে গিয়েছেন।