ভারতের সুপ্রিম কোর্ট: পরকীয়া অপরাধ নয়

A general view of the Supreme court of India is pictured in New Delhi, Sept. 27, 2018.

কোনও বিবাহিত নারীর সঙ্গে যৌন সংসর্গ করা মানে অপরাধ নয়।পরকীয়া আইন ধরেই নেয় স্বামী ও স্ত্রী পরষ্পরের প্রতি বিশ্বস্ত হবে। এটা আসলে মানুষের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা।চার দেওয়ালের ঘেরাটোপে ব্যক্তিগত পরিসরে যা ঘটে, তাকে আর যাই হোক, অপরাধের তকমা দেওয়া যায় না। পুরুষ ও নারীর এ ক্ষেত্রে সমান ভূমিকা। তাই আইন কোনও লিঙ্গ বৈষম্য করতে পারে না।পুরুষ মানেই যে প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করবে, আর নারী মানেই পরিস্থিতির শিকার, এই রকম বিষয়টি আর নেই।সতীত্ব রক্ষার দায় কোনও মহিলার একার নয়। সেই দায় আছে তাঁর স্বামীরও।যে আইন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে, তাকে সংবিধান মান্যতা দেবে না।যৌন স্বাধীনতা নারীর অধিকার। নারীর যৌন স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। আপস করা হয় কারণ আমাদের সমাজ পিতৃতান্ত্রিক। কোনও রকম শর্ত তাঁর উপর আরোপ করা যায় না।স্বামীর গোচরে অন্য পুরুষের সঙ্গে যৌন সংসর্গ করলে সেটা অপরাধ নয়, এই মনোভাব অযৌক্তিক।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী।

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তীর রিপোর্ট পরকীয়া আইন