মহাকাশ কূটনীতির অংশ হিসেবে ৫ প্রতিবেশী রাষ্ট্রে স্টেশন করবে ভারত

মহাকাশ কূটনীতির অংশ হিসেবে ভারতের ৫ প্রতিবেশী রাষ্ট্র—ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ৫টি বৃহৎ গ্রাউন্ড স্টেশন ও ৫০০-র বেশি ছোট টার্মিনাল স্থাপন করবে ভারত।

মহাকাশ কূটনীতির অংশ হিসেবে ভারতের ৫ প্রতিবেশী রাষ্ট্র—ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ৫টি বৃহৎ গ্রাউন্ড স্টেশন ও ৫০০-র বেশি ছোট টার্মিনাল স্থাপন করবে ভারত।

এই অঞ্চলে চীনের প্রভাব প্রতিরোধে ভারতের বিদেশ মন্ত্রক এবার মহাকাশ হাতিয়ার ব্যবহার শুরু করছে। এই ধরনের প্রকল্প পরে আফগানিস্তানেও স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জানিয়েছেন, ভুটানে এই গ্রাউন্ড স্টেশনটি তৈরির কাজ খুব শীঘ্রই শেষ হবে। তাঁর কথায়, ভুটানের সঙ্গে সহযোগিতার প্রশ্নে এই মহাকাশ কেন্দ্র একটি নতুন অধ্যায়। এর ফলে ভুটান উপকৃত হবে। পরিবেশ এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া, দেশের প্রত্যন্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, টেলি-মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে তারা।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ভুটানের পর বাংলাদেশ ও মালদ্বীপে প্রকল্পটির কাজ শুরু হবে। তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এরপর নেপাল ও শ্রীলঙ্কায় তা বাস্তবায়ন করা হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ছাড়াও এই উদ্যোগ ভারতের কৌশলগত পরিধি বাড়াতে সাহায্য করবে। টেলিভিশন সম্প্রচার, টেলিফোন, ইন্টারনেট, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেলি-মেডিসিনের মতো ব্যাপারে এসব স্টেশন ও টার্মিনালগুলো ব্যবহার করা হবে। তবে ভারতের এই পদক্ষেপ চীনের পাল্টা বলেই মনে করছে দেশের কূটনৈতিক মহল।

Your browser doesn’t support HTML5

মহাকাশ কূটনীতির অংশ হিসেবে ৫ প্রতিবেশী রাষ্ট্রে স্টেশন করবে ভারত