মহাকাশে অ্যামাজনের জেফ বেজোস

ব্লু অরিজিনের দেয়া ছবিতে মার্ক বেজোস, জেফ বেজোস, অলিভার ডায়েমেন, ম্যারি ওয়ালেসকে দেখা যাচ্ছে। - ব্লু অরিজিন/এপি

আমেরিকান ব্যবসায়ী জেফ বেজোস নিজের কোম্পানির রকেটে মহাশূন্য ভ্রমণের উদ্দেশ্যে টেক্সাসের একটি দূর্গম মরুভূমি থেকে উড্ডয়ন করেছেন। চলতি মাসে নিজস্ব অর্থায়নে মহাশূন্য ভ্রমণ করছেন এমন দ্বিতীয় বিলিয়নার তিনি। 

আমেরিকান ব্যবসায়ী জেফ বেজোস নিজের কোম্পানির রকেটে মহাশূন্য ভ্রমণের উদ্দেশ্যে টেক্সাসের একটি দূর্গম মরুভূমি থেকে উড্ডয়ন করেছেন। চলতি মাসে নিজস্ব অর্থায়নে মহাশূন্য ভ্রমণ করছেন এমন দ্বিতীয় বিলিওনার তিনি।

এর আগে ১১ই জুলাই ব্রিটিশ বিলিওনার রিচার্ড ব্রানসন পাঁচ সঙ্গী নিয়ে ভার্জিন গ্যালাক্টিক রকেটে মহাকাশে যান।

৫৭ বছর বয়সী অনলাইন ব্যবসা অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস তিনজন সাথি নিয়ে তাঁর ব্লু অরিজিন কোম্পানির তৈরি নিউ শেফার্ড রকেটে মহাকাশ সফরে গেলেন। মহাকাশে মানুষের বসতি ও কাজের কথা মাথায় নিয়ে এই কোম্পানি তিনি ২০০০ সালে প্রতিষ্ঠা করেন।

আমেরিকার প্রথম নভোচারী অ্যালান শেফার্ডের নামে নিউ শেফার্ড নামকরণ করা হয়।

বেজোসের সফরসঙ্গী তাঁর ভাই মার্ক, টেক্সাসের ৮২ বছর বয়সী এভিয়েশন অগ্রদূত ম্যারি ওয়ালেস ও ১৮ বছর বয়সী অলিভার ডায়েমেন।