মানবসম্পদ সূচকে ভারতের আগে বাংলাদেশ

World Bank - LOGO

বিশ্বব্যাংকের নতুন মানবসম্পদ সূচকে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে শ্রীলঙ্কা।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট বিশ্ব ব্যাংক

১৫৭টি দেশের ওপর পরিচালিত এক গবেষণায় বিশ্বব্যাংক দেখতে পেয়েছে, মানবসম্পদ সূচকে সবচেয়ে পিছিয়ে রয়েছে দক্ষিণ সুদান। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বব্যাংক এই রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সরকারগুলোকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরো কার্যকর বিনিয়োগে উৎসাহিত করা। শিশুদেরকে আরো সম্ভাবনাময় করে তোলার ক্ষেত্রে এশিয়ার দেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকং ভাল অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচ বছরের বেশি বয়স পর্যন্ত টিকে যাওয়া শিশুর হার ৯৭ শতাংশ। ভারতে এই হার ৯৬ শতাংশ, পাকিস্তানে ৯৩ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৯১ শতাংশ। এছাড়া বাংলাদেশে প্রতি ১০০ শিশুর মধ্যে ৬৪ জন কোন ধরনের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা ছাড়াই বেড়ে উঠে। ভারতে এই হার হচ্ছে ৬২ শতাংশ। পাকিস্তানে ৫৫ এবং শ্রীলঙ্কায় ৮৩ শতাংশ।