করোনার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ফুরিয়ে আসায় দুঃশ্চিন্তা বাড়ছে-এমন আশংকা নাকচ করে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকা লাগুক ভ্যাকসিন সংগ্রহ করে তা সময়মতো সবার কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেবে সরকার। তবে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন।
করোনার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ফুরিয়ে আসায় দুঃশ্চিন্তা
রোববার করোনায় বিপর্যস্ত সাড়ে ৩৬ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত জেলা থেকে কেউ যেন অন্য জেলায় যেতে না পারে সে লক্ষ্যে সবার উদ্যোগ কামনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এদিকে, বিরোধীদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুধুমাত্র ভারত থেকে করোনা ভ্যাকসিন আমদানি নির্ভরতার তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতি দায়-দায়িত্বহীন এবং জনবিচ্ছিন্ন না হলে এমনসব কর্মকান্ড সরকার করতে পারেনা।
অবিলম্বে লকডাউনের সময় গণপরিবহন চলাচলের ওপরে বিধি-নিষেধ তুলে নিয়ে গণপরিবহণ পুনরায় চালুর অনুমতি দেয়ার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহণ শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।....ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
যত টাকা লাগুক ভ্যাকসিন দেবে সরকার: হাসিনা