যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আটক করার অভিযান শুরু হয়েছে তবে তেমন জোরদার ভাবে নয়

deportation raids

যুক্তরাষ্ট্রে সর্বত্র ২০০০ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক ও সম্ভাব্য বহিস্কার করার লক্ষ্য অভিযান রবিবার শুরু হয়েছে তবে তেমন জোরদার ভাবে নয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক বিভাগের অস্থায়ী প্রধান ম্যাট অ্যালবেন্স বলেন যে সকল ব্যক্তি আদলতে গেছে এবং বিচারক তাদেরকে দেশ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছেন শুধু তাদেরই লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে।

কজনকে আটক করা হযেছে বা কোথায় আটক করাহয়েছে সে সম্পর্কে তিনি আর কোন তথ্য জানান নি।

কিন্তু বড় বড় শহরে অভিবাসীদের কমিউনিটিতে যা আশংকা করা হয়েছিলো যে কালো হলমেট পড়া এজেন্টরা ঘড়বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকবে তা ঘটেনি।

মাইয়ামি, নিউ ইয়র্ক, অ্যাটল্যান্টা এবং বল্টিমোরের মত শহরে পরিবেশ বেশ শান্ত ছিল। ওই সব স্থানে গীর্জা গুলোতে এবং আইনজীবীরা লোকজনকে সাহায্য করার জন্য অপেক্ষা করছিলেন।