রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

আজ রবিবার পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা রাজ্যে, সারা দেশে, সারা বিশ্বে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, তাঁরই কবিতা ও গানের মাধ্যমে।

আজ রবিবার পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা রাজ্যে, সারা দেশে, সারা বিশ্বে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, তাঁরই কবিতা ও গানের মাধ্যমে।

করোনা পরিস্থিতিতে বহু জায়গায় ইচ্ছেমতো রবীন্দ্রজয়ন্তী পালন করা যায়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নন্দন চত্বরে ছোট্ট একটি অনুষ্ঠান করে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন‌। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন মাত্র দলীয় নেতা ও সরকারি উচ্চপদস্থ আমলা। তার আগে মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়ে বলেন, "বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে শ্রদ্ধা ও প্রণাম জানাই। তাঁর আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক এই কামনা করি।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইট বার্তা পাঠিয়েছেন কবিগুরুর স্বপ্নের ভারতবর্ষ তৈরির আকাঙ্ক্ষা প্রকাশ করে। প্রতি বছরের মতো এবারও বাংলায় তিনি লিখেছেন, "রবীন্দ্রজয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে।"

তবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তাঁর টুইট বার্তায় রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বক্রোক্তি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভোটের আগে পরে যে হিংসা এ রাজ্যে চলছে এবং মানুষকে যে ইচ্ছেমতো ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয় তা চাননি। এই বলে তিনি রবীন্দ্রনাথের 'চিত্ত যেথা ভয় শূণ্য' কবিতাটি জুড়ে দিয়েছেন এবং টুইটে মমতা ব্যানার্জিকে ট্যাগ করেছেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি