রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা

Rohingya refugees rebuild their makeshift houses, in preparation for the approaching monsoon season at the Kutupalong Rohingya refugee camp in Kutupalong, Bangladesh, April 28, 2018.

আধিপত্য বিস্তার ও অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে কক্সবাজারের দুটো রোহিঙ্গা ক্যাম্পে দুই সহিংস ঘটনায় একজন রোহিঙ্গা নেতাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়। আর অপর ঘটনায় ১০ জন রোহিঙ্গা শরণার্থী আহত হয়েছেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (রোহিঙ্গা)

সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালংয়ের নতুন ক্যাম্প এবং নয়াপাড়া ক্যাম্পে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, কুতুপালংয়ের নতুন ক্যাম্পের প্রধান নেতা-যাকে প্রধান মাঝি বলা হয়- ৪২ বছর বয়স্ক আরিফউল্লাহকে রাত ৮টা নাগাদ গলাকেটে, কুপিয়ে হত্যা করা হয়। অন্য ঘটনাটি ঘটে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে-দুই গ্রুপের অন্তদ্বর্ন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সহিংস সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন-যার মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুই ঘটনায় এই পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। গত এপ্রিলে একজন অন্তস্বত্তা রোহিঙ্গা নারী ছুরিকাঘাতে এবং জানুয়ারিতে ২ জন রোহিঙ্গা শরণার্থী নেতা অন্তদ্বর্ন্দ্বের কারণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানায়।