রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রশংসা করেছে বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন-নির্যাতনের বিষয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে তার প্রশংসা করেছে বাংলাদেশ। ওই প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালান গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের হোতা হিসেবে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের দায়ী এবং তাদের বিচারের সুপারিশকরা হয়েছে।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ বিশ্বাস করে ২০১৭ সালের ২৫শে অগাস্টের হামলার পর এটাই সবচেয়ে সমন্বিত, তথ্যবহুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিবেদনটি মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করেছে এই মর্মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মিয়ানমার যে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করবে, সেটা খুবই স্বাভাবিকতা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন এটা হতে হবে টেকসই। তিনি বলেন বাংলাদেশ এই সঙ্কটের তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং সেগুলো হচ্ছে মানবিক দৃষ্টিকোণ, প্রত্যাবাসন এবং রাখাইনে অপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রশংসা করেছে বাংলাদেশ