নির্ধারিত সময়ের অনেক পরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের লক্ষ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হবে বলে কর্মসূচি স্থির রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনেক দিন ধরে এ বিষয়ে দ্বিপাক্ষিক কোনো আলাপ-আলোচনাও নেই। এমনি এক প্রেক্ষাপটে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়ে নানা আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ওই বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকাকে বলেছেন বাংলাদেশের প্রত্যাশার কথা। রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার ওই বৈঠক সম্পর্কে খুব একটা আশাবাদি হওয়ার কিছু নেই বলে ভয়েস অব আমেরিকার কাছে তার প্রতিক্রিয়ায় বলেছেন। ....ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
রোহিঙ্গা সংকট নিয়ে খুব আশাবাদি হওয়ার কিছু নেই- ড. সি আর আবরার