সংক্রামক রোগের বিস্তার বিষয়ে জীববিজ্ঞানী সারোয়ার জাহাঙ্গিরের মূল্যায়ন

FILE - Biologist Rebecca Gillespie holds a vial of flu-fighting antibodies at the Vaccine Research Center at the National Institutes of Health in Bethesda, Maryland, Dec. 19, 2017.

গত কয়েক দশক ধরে চিকিৎসা বিজ্ঞানের নিরন্তর গবেষণা, আন্তর্জাতিক উদ্যোগ সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভূমিকা রেখেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নতির পরও আজকাল বিশ্বব্যাপী ভ্রমণ সহজ হবার এবং দ্রুত হবার কারণে ভাইরাসের বিস্তার করছে অল্প সময়ের মধ্যেই।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক রবার্ট রাফায়েলের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে শাহাদাৎ হোসেন সবুজ কথা বলেছেন জীববিজ্ঞানী সারোয়ার জাহাঙ্গিরের সাথে।

Your browser doesn’t support HTML5

সারোয়ার জাহাঙ্গিরের সাক্ষাৎকার