ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন বিচারের দাবিতে। শিক্ষার্থীরা সড়ক অবরোধও করেছেন। অবরোধে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলছিলেন, বারবার তাদের রাস্তায় নামতে হচ্ছে সুশাসনের অভাবের কারণে সৃষ্ট ঘটনাবলীর জন্য। ধর্ষণের শিকার ছাত্রী ট্রমায় বা মানসিক আঘাতজনিত সমস্যায় রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
এদিকে, বাংলাদেশের প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণ ও গণ-ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে। সংস্থাটির হিসেবে ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ঘটে ৭৩২টি, আর ২০১৯ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৪১৩টি। ৭৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১০ জন আত্মহত্যা করেছে। কেন ধর্ষণের ঘটনা বাড়ছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন- বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সম্পাদক এবং গবেষক সীমা মোসলেম।
ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5
২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণ ও গণ-ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে