সোমাবতী অমাবস্যার ভোরে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করতে গঙ্গায় ডুব দিয়েছেন

Your browser doesn’t support HTML5

ভারতে হিন্দুদের তীর্থ ক্ষেত্র হরিদ্বারে যে মহাকুম্ভ মেলা চলছে, তাতে আজ সোমবার সোমাবতী অমাবস্যার ভোরে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করতে গঙ্গায় ডুব দিয়েছেন। আজ ছিল শাহি স্নানের দ্বিতীয় দিন। হিন্দু ভক্তদের জন্য এটি অত্যন্ত পূণ্য লগ্ন। তাঁদের বিশ্বাস, এই সময়ে গঙ্গা স্নান করলে সব পাপস্খালন হয়ে যায়। মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে হরিদ্বার এখন বিপর্যস্ত। সারা দেশে কোভিড সংক্রমনের যে দ্বিতীয় ঢেউ চলছে, তার জন্য বহু রাজ্যে নতুন করে লকডাউনের কথা ভাবা হচ্ছে। তার মধ্যে এতজন পুণ্যার্থীর সমাগম উত্তরাখণ্ড সরকারের চিন্তা বাড়িয়ে দিয়েছে। কুম্ভ মেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশের আইজি বলেছেন, এত লোক 'হর কি পৌরি' ঘাটে জমা হয়েছিলেন যে সকাল বেলায় জোর করে তাঁদের সরাতে গেলে পদপিষ্ট হয়ে বহু জনের মৃত্যুর আশঙ্কা ছিল। তাই পুলিশ প্রশাসন অসহায়। হরিদ্বারের অন্যান্য জায়গায় কিছুটা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা গেলেও গঙ্গার ঘাটগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়েছে।