সোমালিয়ার প্রেসিডেন্সীয়াল প্রাসাদের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণে একজন বিখ্যাত সাংবাদিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রথম বিস্ফোরণটি ঘটে ন্যাশনাল থিয়েটারের নিরাপত্তা দরজার চেক পয়েন্টে। এতে লন্ডন ভিত্তিক ইউনিভার্সাল টিভির সোমালী সাংবাদিক আওয়িল দাহির সালাদসহ নিরাপত্তা কর্মী ও সাধারন মানুষজন মারা যায়।
ভয়েস অব আমেরিকার সোমালী সার্ভিসের সাংবাদিক হারুন মারুফের পরিচিত ছিলেন সালাদ। হারুন বলেন, “এটি একটি দু:খের দিন। সোমালিয়া একজন ভালো সাংবাদিককে হারালো”।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে প্রথমটির কিছু দূরেই। আল কায়েদার সহযোগী আল শাবার ঐ হামলার দায় স্বিকার করেছে।