Sewage and rainwater flows on the side of an informal Syrian refugee camp under power lines and poles in the Bekaa valley, Lebanon March 15, 2016. REUTERS/Mohamed Azakir - D1AESSRKLKAA
আজ বুধবার ২০ জুন, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল বিশ্ব শরণার্থী দিবস।
আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন সাইয়েদ মোহাম্মাদুল্লাহ। তিনি নিউ ইয়র্কে একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক।
এছাড়াও আমাদের অনুষ্ঠানে অংশ নেন আইনজীবী ও মানবাধিকার কর্মী দিলরুবা সারমিন এবং কক্স বাজার থেকে সাংবাদিক সরোয়ার আজম মানিক।
আজকের হ্যালো ওয়াশিংটনে, বিশ্ব শরণার্থী দিবস বিষয়ে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।
Your browser doesn’t support HTML5
হ্যালো ওয়াশিংটন: বিশ্ব শরণার্থী দিবস