হ্যালো ওয়াশিংটন: “যুক্তরাষ্ট্রের রাজনীতি: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি”

An image of Democratic presidential candidate Michael Bloomberg appears on a video monitor inside the media center for Wednesday?s Democratic presidential debate, in Las Vegas, Nevada, U.S., February 18, 2020. REUTERS/David Becker

আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: “যুক্তরাষ্ট্রের রাজনীতি: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি”

Dr. Shafiqur Rahman

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দু’জন বিশিষ্ট অতিথি ছিলেন ড. শাফিকুর রহমান এবং ড. মোহাম্মদ আবু নাসের।

ড: শাফিকুর রহমান সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং সংযোগ কার্যক্রমের পরিচালক ও সমন্বয়ক।

Dr. Abu Naser

আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন সংবাদ বিশ্লেষক ড. মোহাম্মদ আবু নাসের।

তিনি ক্যালিফর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, বেকার্সফিল্ডে কমিউনিকেশন্স বিভাগে অ্যাসিসটেন্ট প্রফেসর এবং ক্যালিফর্নিয়ায় আমাদের প্রতিনিধি।

আজকের হ্যালো ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের রাজনীতি: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন: “যুক্তরাষ্ট্রের রাজনীতি: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি”