অ্যাকসেসিবিলিটি লিংক

Do Not Use আজকের বিশ্ব সঙ্গীতঃ মালি থেকে আলি ফারকা টোরের গান “লাসিডান”


আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালির একজন জনপ্রিয় গায়ক আলি ইব্রাহিম ফারকা টোরের গান “লাসিডান”। তাঁর সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে তাল দিয়েছেন বিখ্যাত শিল্পী রাই কুডার।

আলি ফারকা টোরে তাঁর সঙ্গীতের মাধ্যমে মালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু তাঁর গানে যুক্তরাষ্ট্রের ব্লুজ সঙ্গীতেরও ছোঁয়া পাওয়া যায়। শুধু গান না, গিটারও বাজান তিনি। আর তা এত চমৎকার বাজান যে রোলিং স্টোনের বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ গিটারিস্টদের তালিকায় ছিয়াত্তুর নম্বর স্তানে আছেন তিনি।

১৯৩৯ সালে তাঁর জন্ম, মালির টিম্বাক্টু এলাকায়। রাই কুডারের সাথে তিনি যে এল্বাম বের করেন, তার নাম টকিং টিম্বাক্টু। আর এই এল্বামেরই একটি গান “লাসিডান,” যা আপনারা আজ শুনছেন।

অনেকদিন ধরে হাড়ের ক্যান্সারে ভুগে অবশেষে ২০০৬ সালে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর আরেকটি এল্ব্যাম মুক্তির পায় যেখানে তিনি তাঁর ছেলের সাথে গান করেন।

শুনছেন আলি ফারকা টোরের গান “লাসিডান”।

XS
SM
MD
LG