অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকারদের চুরি করা অর্থ ফেরত দেওয়ার আহ্বান


Bangladesh Bank
Bangladesh Bank

বাংলাদেশ ব্যাংকের যে ৮ কোটি ১০ লক্ষ আমেরিকান ডলার হ্যাকাররা চুরি করে
ফিলিপাইনে পাচার করেছিল তার মধ্যে যে ১ কোটি ৫০ লক্ষ ডলার ফেরত পাওয়া
গেছে তা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন
সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ।

বৃহস্পতিবার ফিলিপাইনের সিনেট কমিটিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন যেহেতু
ওই টাকার আর কন দাবিদার নাই তাই তা ফেরত দিতে অসুবিধা হওয়ার কথা নয়
বলে ফিলিপাইনের এনকোয়রার অনলাইন খবর প্রকাশ করেছে ।

তবে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল এএমএলসি বলেছে তাদের দেশের যে
আইনি প্রক্রিয়া আছে তা সম্পন্ন হওয়ার পরই এ টাকা ফেরত দেয়া হবে । এর জন্য
বাংলাদেশকে ৩ থেকে ৬ মাস অপেক্ষা করতে হবে বলেএএমএলসি সিনেটকে বলেছে
বলে এনকোয়রার জানিয়েছে ।

এএমএলসি অবশ্য বলেছে তারা সিনেট কমিটির বৈঠকে বলেছে তারা চুরি হওয়া টাকার
মধ্যে আরও ২ কোটি ৮০ লক্ষ ডলারের খোজ পেয়েছেযাকিনা সলেয়ার রিসোর্ট এবং
কেসিন ম্যানিলার কাছে হস্তান্তর করা হয় । এ ২ কোটি ৮০ লক্ষ ডলার ফেরত পাওয়ার
জন্যএএমএলসি আইনি লড়াই করছে বলে জানিয়ে বলেছে এখনো চুরি হওয়া মোট
৮ কোটি ১০ লক্ষ ডলারের মধ্যে ৩ কোটি ৮০ লক্ষ ডলারের কোন খোজ পাওয়া যায়নি ।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG