অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে জাতিয় পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ


পাকিস্তানে আজ শনিবার জাতিয় পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ পর্ব অনুষ্ঠিত হয় এবং এরই সঙ্গে সেখানে সূচিত হলো নতুন একটি অধ্যায় , দেশটির ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম গনতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের কর্মসূচি । নব নির্বাচিত কওমি এ্যাসেম্বলির সাংসদদের শপথ গ্রহন করান স্পিকার ফেহমিদা মির্জা । এ শপথ অনুষ্ঠান প্রচারিত হয় দেশব্যাপি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ।
নতুন জাতিয় পরিষদের কাঁধে দায়িত্ব এখন অনেক । দেশটিতে জ্বালানি ঘাটতির সমস্যা রয়েছে ব্যাপক-বিস্তৃতভাবে , অর্থনীতি দেশটির খুবই দূর্বল , একই সঙ্গে চলছে তালেবান ও অন্যান্য উগ্রবাদিদের এন্তার জঙ্গি তত্পরতা । প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত হতে চলেছেন যে নওয়াজ শরিফ তাঁর দল পাকিস্তান মূসলিম লীগ নূন দলের কব্জায় রয়েছে জাতিয় পরিষদের ৩ শ’ ৪২ আসনের ভেতর ১ শ’ ৭৭ টি আসন – নওয়াজ শরিফের নীতি-মালা বাস্তবায়িত করার জন্যে এ আসন সংখ্যা যথেস্ট বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে ।
XS
SM
MD
LG