তালিবানের দ্রুত সামরিক অগ্রগতির মুখে ভারত সরকার আজ আফগানিস্তানের মাজার-ই-শরীফ থেকে ভারতীয় নাগরিকদের সবাইকে দিল্লিতে নিয়ে আসার জন্য একটি বিশেষ বিমান পাঠাচ্ছে।
ঠিক এক মাস আগে ১১ই জুলাই কান্দাহারের ভারতীয় উপ-দূতাবাস বন্ধ করে সেখানকার সব ভারতীয় কর্মচারীদের দেশে ফেরত নিয়ে আসা হয়েছিল। তখন অবশ্য বলা হয়েছিল, এটা নিতান্তই সাময়িক ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভারতীয় কনস্যুলেট খোলা হবে। তখনকার মতো কাবুলের ভারতীয় দূতাবাস থেকেই ভিসা দেওয়া ও অন্যান্য যাবতীয় কূটনৈতিক কাজকর্ম চালানো হচ্ছিল।
গত এক মাসে অবস্থার উন্নতি হওয়া দূরে থাক, আরও অবনতির দিকে গিয়েছে। তালিবান প্রতিদিন নতুন নতুন জায়গা অধিকার করে চলেছে এবং বোঝাই যাচ্ছে তারা দ্রুত রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। আফগান সরকারি বাহিনী ক্রমেই পিছু হটছে।
গতকাল উত্তর আফগানিস্তানের কুন্দুজ দখল করেছে তালিবান যোদ্ধারা। এবার তাদের লক্ষ্য মাজার-ই-শরীফ। এর আগে হেরাত, জালালাবাদ ও কান্দাহারে ভারতীয় মিশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পালা মাজার-ই-শরীফে ওই দেশে চতুর্থ ও শেষ ভারতীয় কনস্যুলেটের।
অবশ্য শুধুমাত্র কনস্যুলেটের ভারতীয় কর্মচারীদেরই নয়। এই মুহূর্তে একটা হিসেব অনুযায়ী সারা আফগানিস্থানে হাজার দেড়েক ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা মাজার-ই-শরীফের আশপাশে বা সেখানেই আছেন, তাঁরাও যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।
আজ কনস্যুলেট থেকে দুপুর বেলায় একটি টুইট বার্তায় তাঁদের সবাইকে জানানো হয়েছে, আজ রাতের দিকে মাজার-ই-শরীফ থেকে একটি বিশেষ বিমান ছাড়বে তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য। যাঁরা সেই বিমানে ফিরতে চান, অবিলম্বে তাঁদের পুরো নাম, পাসপোর্ট নম্বর ও তার মেয়াদ শেষ হওয়ার দিন উল্লেখ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বার্তা শেষে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেয়া হয়েছে।