অ্যাকসেসিবিলিটি লিংক

কেমন হবে বাংলাদেশের আগামী নির্বাচন


বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২৩শে ডিসেম্বর। ১৯শে নভেম্বরের মধ্যে মনোনয়োন জমা, ২৯শে নভেম্বরের মধ্যে মনোনয়োন প্রত্যাহার। ইতিমধ্যে এই নির্বাচনের কর্মকান্ড শুরু হয়েছে বিভিন্ন দলে, সরকারী পর্যায়ে।

তবে, তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কার্যালয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ে। কিন্তু বিএনপি কার্যালয়ে নেই কোনো নির্বাচনী তৎপরতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি, কেমন হবে নির্বাচন, কতোটা অংশগ্রহনমূলক হবে, এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন, নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ড. নুরান্নবী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য আরিফা রহমান রুমা এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:36:46 0:00

XS
SM
MD
LG