অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে গণপ্রহার আটকাতে নতুন উদ্যোগ


India Politics
India Politics

ভারতের পশ্চিমবঙ্গে গণপ্রহার আটকাতে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অথবা আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় গণপিটুনি সংক্রান্ত আইন প্রস্তাব উথ্থাপন করা হবে।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

সংশ্লিষ্ট সূত্রের খবর, জেলা পুলিশ সুপারের আওতায় ও কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার থাকবেন। পাশাপাশি, জেলায় ও কমিশনারেটে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স। যারা এই গণপিটুনির বিষয়ে নজরদারি চালাবে।উল্লেখ করা যেতে পারে, রাজ্যে সম্প্রতি গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।উত্তর কলকাতার কাশীপুর, এমনকি দক্ষিণ কলকাতার কালীঘাটেও গণপিটুনির ঘটনা ঘটেছে। আর তারপরই রাজ্যে গণপিটুনি রুখতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন বিল আনার কথা ভাবে বলে প্রশাসন সূত্রেরই খবর। প্রসঙ্গত বলা যেতে পারে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট গত ২০১৮ সালে নির্দেশ দিয়েছিল গণপ্রহার আটকাতে সঠিক পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার রূপরেখা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সে কারণেই আসছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলও।

XS
SM
MD
LG