অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কলকাতা বিমানবন্দরে আবার বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল


ভারতের কলকাতা বিমানবন্দর।
ভারতের কলকাতা বিমানবন্দর।

ভারতের কলকাতা বিমানবন্দরে বোমা রয়েছে বলে সোমবার (২৯ এপ্রিল) আবার হুমকি দিয়ে ইমেইল এসেছে। এর আগে, গত শুক্রবার (২৬ এপ্রিল) একই ধরণের হুমকি এসেছিলো। সোমবার বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে হুমকি দিয়ে ইমেইল আসলে, বিমানন্দরের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর, দ্রত তল্লাশি শুরু হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সেমাবার বিমানবন্দরের ম্যানেজারের কাছে হুমকি দিয়ে ইমেইলটি আসে, তাতে লেখা ছিলো, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকনো রয়েছে। যে কোনো মুহূর্তে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়া হবে।

এমন ইমেইল আসার পর, বিমানবন্দরের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। কড়াকড়ি আরোপ করা হয় যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে। তল্লাশি শুরু করে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সদস্যরা।

শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই নয়, হুমকি দিয়ে এমন ইমেইল পাঠানো হয়েছে ভারতের একাধিক বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এনিয়ে এফআইআর দায়ের করেছে। মেইলের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

বার বার একই ধরণে হুমকি আসায়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর কর্মীদের মধ্যে। আর, সিআইএসএফ সদস্যদের তৎপর থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিমান ছিনতাইয়ের হুমকি

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কলকাতা বিমানবন্দরে সম্প্রতি বিমান ছিনতাই করার হুমকি দেয়া হয়েছে। কিছুদিন আগে, বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। বিমানটির ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিলো। এটা ছিলো কাতার এয়ারলাইন্সের বিমান।

যাত্রীর চিৎকার শুনে দ্রুত এয়ারপোর্টে আসে বম্ব-স্কোয়াড ও পুলিশ-কুকুর। যিনি চিৎকার করছিলেন তিনি ব্রিটিশ নাগরিক।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাকে কেউ একজন খবর দিয়েছিলো যে এয়ারপোর্টে বোমা রাখা আছে।

পরে সেই ব্যক্তির বাবা জানান, তার ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। এমন ঘটনা লাগাতার ঘটতে থাকায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সিআইএসএফ।

XS
SM
MD
LG