বাংলাদেশে গত ৫০ বছরে নিঃসন্দেহে নারীরা এগিয়েছেন অনেক দূর । শিক্ষায় , কর্ম সংস্থানে প্রায় সর্বক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আলোচনায় এসেছে বার বার । তবে পরিহাসের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে নারী নির্যাতন , ধর্ষণ এবং হত্যার ঘটনা বেড়েই চলেছে। বিশেষত পারিবারিক কলহ এখন হত্যা ও নির্যাতনে পরিণত হয়েছে। এ সব বিষয়ে বিশিষ্ট নারী অধিকার কর্মী এবং নিজেরা করি’র উদ্যোক্তা খুশী কবির ঢাকা থেকে ভয়েস অফ আমেরিকাকে বলেন যে নারীদের সম্পর্কে সমাজের মানসিকতার পরিবর্তন না হলে এবং সমাজে নারী সমান মর্যাদা না পেলে এ রকম ঘটনার অবসান ঘটানো যাবে না। তাঁর সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।