ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম। প্রতিবাদ কর্মসূচি চলছে ত্রিপুরা, মেঘালয়-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও।
যদিও পাল্লা দিয়ে চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা। বিতর্কিত বিলটির বিরোধিতায় সরব হওয়ায় ইতিমধ্যেই দেশদ্রোহিতার অভিযোগে মামলা রুজু করা হয় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত অসমিয়া সাহিত্যিক ড. হিরেন গোঁহাই ও প্রবীণ সাংবাদিক মনজিৎ মহন্তর বিরুদ্ধে। একই অভিযোগে মামলা রুজু করা হয়েছে কৃষক নেতা অখিল গগৈয়ের বিরুদ্ধেও।
এমনই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে হুঁশিয়ারি দিয়েছেন উলফা প্রধান পরেশ বরুয়া। শীঘ্রই এই মামলা প্রত্যাহার না করা হলে ভয়ংকর পরিণতির সন্মুখীন হতে হবে মুখ্যমন্ত্রীকে বলে হুমকি দিয়েছেন এই জঙ্গিনেতা।
নাগরিকত্ব বিল নিয়ে অসমে দিন কয়েক আগে থেকেই প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার শিলচরে গিয়ে বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল খুব শীঘ্রই পাশ করানো হবে। তাঁর ওই ঘোষণার থেকেই সেখানে আন্দোলন শুরু হয়ে যায়।