বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্ত- শাহপরীর দ্বীপের খুব কাছেই মিয়ানমার। নাফ নদীর মাঝ বরাবর একটি সীমান্ত রেখা ভাগ করে দিয়েছে দু’দেশকে। কিন্তু ওপারের যেকোন পরিস্থিতি খুব সহজেই স্পর্শ করে এপারের বাসিন্দাদের। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে সীমান্ত জুড়ে নেমে এসেছে স্থবিরতা। টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। ভৌগলিক অবস্থানগত সংকটে অনেকেই পরিবর্তন করছেন পেশা, কেউ বা বসতি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
বিজিবি জানায়, সীমান্তে দায়িত্বরত সদস্যদের মনোবল বাড়াতে এবং প্রস্তুতি যাচাইয়ে মহাপরিচালকের এই সফর।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর নতুন করে সৃষ্টি হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের শংকা। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভিওএ, শাহপরীরর দ্বীপ, টেকনাফ।