অ্যাকসেসিবিলিটি লিংক

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে উত্তরবঙ্গের ভোটকেন্দ্রে ৪ জনের মৃত্যু গণহত্যা- মমতা


কেন্দ্রীয় বাহিনীর গুলিতে উত্তরবঙ্গের একটি ভোটকেন্দ্রে ৪ জনের মৃত্যু
কেন্দ্রীয় বাহিনীর গুলিতে উত্তরবঙ্গের একটি ভোটকেন্দ্রে ৪ জনের মৃত্যু

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে গতকাল উত্তরবঙ্গের কোচবিহার জেলার একটি ভোটকেন্দ্রে ৪ জনের মৃত্যু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণহত্যা বলে অভিহিত করেছেন।

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে গতকাল উত্তরবঙ্গের কোচবিহার জেলার একটি ভোটকেন্দ্রে ৪ জনের মৃত্যু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণহত্যা বলে অভিহিত করেছেন।

ওই মর্মন্তুদ ঘটনার পর যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য নির্বাচন কমিশন ওই এলাকায় সব দলের নেতানেত্রীদেরই যেতে মানা করে দিয়েছে। আজ রবিবার শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন ডেকে মমতা বলেন, গুলি চালিয়েছে কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনীর জওয়ানরা, যারা শিল্প উদ্যোগগুলো নিরাপত্তার দায়িত্বে থাকে।

সাধারণ জনতার নিয়ন্ত্রণের অভিজ্ঞতা তাদের নেই। গুলি করা ছাড়া আর কোনও ভাবে উত্তেজিত জনতাকে ঠেকানোর উপায়ও তাদের জানা নেই। মমতা বলেন, নিরীহ নিরস্ত্র কিছু গ্রামবাসী সশস্ত্র বাহিনীর দিকে যদি বা তেড়েও যায়, প্রথমে লাঠি চালিয়ে, তার পরে শূন্যে গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে, নিতান্ত অপারগ হলে পায়ে গুলি করে বাধা দেওয়া যেত। সেটাই সব জায়গায় নিয়ম। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ওখানে হত্যালীলা চালিয়েছে। সরাসরি বুকে গুলি করে বীরত্ব ফলিয়েছে। মমতা ভোটের মাধ্যমে এই অন্যায়ের প্রতিশোধ নিতে বলেন।

বস্তুত গতকাল ওই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ও নিন্দার বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনরা বলছেন, সশস্ত্র মাওবাদীদের গুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারা যায়, আবার সেই জওয়ানরাই বদলা নেয় নিরস্ত্র গ্রামবাসীর ওপর গুলি চালিয়ে। কেন্দ্রীয় সরকার প্রকৃতপক্ষে অভিযুক্ত জওয়ানদের নির্দোষ এবং তারা জীবন রক্ষার্থে গুলি চালিয়েছে বলে ছাড়পত্র দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। একই রকম ক্ষুব্ধ এই রাজ্যের সচেতন ভোটদাতারা।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

সরাসরি লিংক


XS
SM
MD
LG