অ্যাকসেসিবিলিটি লিংক

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছেনা খালেদা জিয়ার


উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছেনা খালেদা জিয়ার
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছেনা খালেদা জিয়ার

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছেনা। 

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছেনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান রোববার সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন আইন অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ নাই। বয়স এবং করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যগত সমস্যা জটিল হওয়ায় তাঁর পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার দেয়ার লক্ষ্যে বিদেশে নেয়ার জন্য সম্প্রতি সরকারের কাছে আবেদন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তাঁর সাজা মওকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না। তিনি বলেন এ সিদ্ধান্ত তার পরিবারকে জানিয়ে দেয়া হবে। দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত খালেদা জিয়াকে কয়েকটি শর্তে সাজা স্থগিত করে গত বছর মার্চ মাসে সরকার মুক্তি দেয়।

এদিকে, খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তাঁর করোনা পরীক্ষার ফল নিগেটিভ এসেছে বলে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগির।

বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে করোনা উত্তর বিভিন্ন জটিল শারীরিক অসুস্থতার জন্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার চিকিৎসকদের উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন তাঁর যে শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলোর ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। বেশ কিছু জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রীরা বিদ্রূপাত্মক কথা বলছেন, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

please wait

No media source currently available

0:00 0:02:17 0:00



XS
SM
MD
LG