অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে, সোমবার থেকে নাইট কারফিউ


দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২। (ছবি- অ্যাডোবে স্টক)
দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২। (ছবি- অ্যাডোবে স্টক)

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ওমিক্রন ভ্যারিয়ান্টের মাধ্যমে ভারতে আসতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। সোমবার সকালে জানা গেল, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডের ওই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ। এখন ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮। রবিবার দেশে ওই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা ছিল ৪২২। সামগ্রিকভাবে ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৫৩১ জন। রবিবারের তুলনায় সংক্রমণ কমেছে ৬.৫ শতাংশ।

সোমবার রাত ১১ টা থেকে রাজধানীতে জারি হচ্ছে নাইট কারফিউ। রবিবার ওই শহরে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ২৯০ জন। তার পরেই নাইট কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

এতদিন মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। সোমবার জানা গেল, ওই রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে দিল্লী। রাজধানীতে এখন ওই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা ১৪২। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৪১। কেরলে ৫৭ জন, গুজরাতে ৪৯ জন এবং রাজস্থানে ৪৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫১ জন ওমিক্রন আক্রান্ত।

বর্তমানে দেশে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৭৫,৮৪১। মোট যতজন কোভিডে আক্রান্ত হয়েছেন, তাদের ০.২২ শতাংশ কেস এখন অ্যাকটিভ। ২০২০ সালের মার্চের পরে কখনই অ্যাকটিভ কেসের হার এত কম ছিল না। সুস্থ হয়ে ওঠার হার এখন ৯৮.৪০ শতাংশ।

উৎসবের মরসুমে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। দিল্লী কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়দিনে রাস্তায় বহু মানুষকে ভিড় করতে দেখা গিয়েছে। তাদের অনেকের মুখে মাস্ক ছিল না। এর পরেই বিভিন্ন রাজ্য কোভিড বিধি নিয়ে কড়াকড়ি করে।

XS
SM
MD
LG