অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের পর সংসদে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না- বিএনপি


বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বলেছে ৩০শে ডিসেম্বরেরে নির্বাচনের পর সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছিল, তা ‘সঠিক ছিল না’।

রোববার ঢাকায় এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ উপলব্ধির কথা জানিয়ে বলেন শুধু সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না । দুই দিকেই লড়াইটা করতে হবে হবে বলে উল্লেখ তিনি বলেন সংসদের ভেতরে থেকেও কথা বলতে হবে এবং বাইরে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল দাবি করেন বিএনপি ‘ঐক্যবদ্ধ’ আছে গত বছরের ৩০ ডিসেম্বরের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয়লাভ করে বিএনপি। ‘প্রহসনের নির্বাচন’ অভিহিত করে দলটি সিদ্ধান্ত নেয় যে, তারা সংসদে যাবে না এবং সংসদ সদস্য হিসেবে এই ছয়জনের কেউই শপথ নেবেন না। পরে অবশ্য মির্জা ফখরুল বাদে বাকি পাঁচজন সাংসদ হিসেবে শপথ নেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG