অ্যাকসেসিবিলিটি লিংক

৮৩ বছর বয়সে জীবনাবসান বিরজু মহারাজের


ফাইল- ভারতীয় ধ্রুপদী কত্থক নৃত্যের গুরু বিরজু মহারাজ নতুন দিল্লিতে তাঁর স্টুডিওতে ছাত্রদের নাচের অনুশীলন করাচ্ছেন৷ বিরজু মহারাজ ধ্রুপদী ভারতীয় নৃত্যের কিংবদন্তি সোমবার ১৭ জানুয়ারী ভোরে মারা যান। (ছবি-এওই/জন মুর)
ফাইল- ভারতীয় ধ্রুপদী কত্থক নৃত্যের গুরু বিরজু মহারাজ নতুন দিল্লিতে তাঁর স্টুডিওতে ছাত্রদের নাচের অনুশীলন করাচ্ছেন৷ বিরজু মহারাজ ধ্রুপদী ভারতীয় নৃত্যের কিংবদন্তি সোমবার ১৭ জানুয়ারী ভোরে মারা যান। (ছবি-এওই/জন মুর)

রবিবার রাতে জীবনাবসান হয়েছে প্রবাদপ্রতিম কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজের। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে জীবনপ্রদীপ নিভে গেল ভারতের শাস্ত্রীয় নৃত্যের জগতের এক মহীরূহের।

জানা গিয়েছে, নাতিদের সঙ্গে মজা করছিলেন, খেলছিলেন তিনি। আচমকা বুকে ব্যথা নিয়ে জ্ঞান হারান মহারাজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। শোকের ছায়া নেমে এসেছে শিল্প-সঙ্গীতের দুনিয়ায়।

বিরজু মহারাজের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

শুধু তো নৃত্য নয়, সঙ্গীতের প্রায় সব ক্ষেত্রেই প্রায় অনায়াস যাত্রা ছিল বিরজু মহারাজের। দারুণ গাইতেন, ঠুমরী, দাদরা, ভজন, গজল। তার হাতে তবলার বোল যেন কথা বলত, দুহাতে ঝড়় উঠত। বাজাতে পারতেন আরও হাজারটা বাদ্যযন্ত্র। আসলে শৈশব থেকেই যে সঙ্গীতে নিবেদিত, উৎসর্গ করা প্রাণ।

তবে পারফর্মার হিসাবে দীর্ঘদিন হল মঞ্চ থেকে সরে গিয়েছিলেন বয়সজনিত অসুস্থতার কারণ। মাত্র কয়েকদিন আগে কিডনির অসুখ ধরা পড়ে, ডায়ালিসিস চলছিল।

পন্ডিতজি বা মহারাজজি বলে ভালবেসে তাকে ডাকতেন গুণগ্রাহীরা। পেয়েছেন অজস্র সরকারি, বেসরকারি সম্মান। সবচেয়ে বেশি পেয়েছেন অসংখ্য শিষ্য, ছাত্র-ছাত্রীর নিখাদ ভালবাসা, সম্মান। তিনি কত্থক নৃত্যশিল্পের আঁতুড়ঘর মহারাজ পরিবারের বংশধর, যে পরিবারের প্রতিনিধিত্ব করতেন তার দুই কাকা শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ ও তার বাবা ও গুরু অচ্চন মহারাজ।

নৃত্যের সমঝদাররা বলেন, কত্থক নৃত্য আসলে গল্প বলা। বিরজু মহারাজের ক্ষেত্রে সেই গল্পের উৎস বা খনি ছিল তার নিজের জীবন। ছোটবেলার নানা ঘটনা, বড় হয়ে ওঠা-এক অর্থে তার নিজের জীবন যেন মিলেমিশে ছিল তার নাচের মধ্যে। গল্প বলতেন যখন, পারিপার্শ্বিক , রোজকার জীবনের নানা অভিজ্ঞতাকেও মিশিয়ে দিতেন তাতে। তার গল্প হয়ে উঠত এক সজীব চালচিত্র।

সেই জীবন শিল্পী চলে গেলেন জীবনের মঞ্চকে চিরবিদায় জানিয়ে।

XS
SM
MD
LG