অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আদালতে ফেসবুকের মামলা


বাংলাদেশের আদালতে ফেসবুকের মামলা
বাংলাদেশের আদালতে ফেসবুকের মামলা

নিজেদের নামের সঙ্গে মিল রেখে ডোমেইন বরাদ্দ নেয়া একজন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক ডটকম ডটবিডি’ নামের ওই ডোমেইনটি ১২ বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি থেকে বরাদ্দ নেন এস কে শামসুল আলম। মামলায় তার কাছে ৫০ হাজার ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। 

নিজেদের নামের সঙ্গে মিল রেখে ডোমেইন বরাদ্দ নেয়া একজন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক ডটকম ডটবিডি’ নামের ওই ডোমেইনটি ১২ বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি থেকে বরাদ্দ নেন এস কে শামসুল আলম। মামলায় তার কাছে ৫০ হাজার ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার ফেসবুক কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী মোকছেদুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। ২০০৮ সালে ‘ফেসবুক ডটকম ডটবিডি’ নামের ডোমেইনটি বরাদ্দ নেয়া হয় এ ওয়ান সফ্টওয়্যার লিমিটেডের নামে। ১২ বছর পার হলেও এই ডোমেইন নিয়ে কোন আলোচনা ছিল না।

ডোমেইনটির মেয়াদ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগ মুহুর্তে তা বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। ৬ মিলিয়ন ডলার দাম হাকিয়ে দেয়া বিজ্ঞাপন নজরে আসার পরই ফেসবুক কর্তৃপক্ষ আইনী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। ফেসবুকের নিয়োগকৃত আইনজীবী জানিয়েছেন, ‘ফেসবুক’ নামটি যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবে না। কেউ যাতে এই নামটি ব্যবহার করতে না পারে সেজন্য ট্রেডমার্ক নিবন্ধন আইন অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছ থেকে নিবন্ধন নিয়ে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন জানিয়েছেন, ডোমেইনটি বরাদ্দ দেয়ার সময় কোন নীতিমালা ছিল না। এখন যে নীতিমালা আছে তাতে পরিচিত কোনো প্রতিষ্ঠানের নামে ডোমেইন বরাদ্দ দেয়ার সুযোগ নেই। এ বিষয়ে আদালত থেকে ব্যাখ্যা চাওয়া হলে বিটিসিএল তা উপস্থাপন করবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:32 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG