অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ষাটের উপরে যাদের বয়স তারাই বেশি মারা যাচ্ছেন


বাংলাদেশে ষাটের উপরে যাদের বয়স তারাই বেশি মারা যাচ্ছেন
বাংলাদেশে ষাটের উপরে যাদের বয়স তারাই বেশি মারা যাচ্ছেন

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়তে শুরু করেছে। এক দিনে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমেছে। রাজধানীতে কমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের নওগায় তাপমাত্রা ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। 

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়তে শুরু করেছে। এক দিনে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমেছে। রাজধানীতে কমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের নওগায় তাপমাত্রা ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন তাপমাত্রা কমতে থাকলে করোনার দাপট বাড়বে। এই অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৯ জন। গত ৮১ দিনের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্ত। ষাটের উপরে যাদের বয়স তারাই বেশি মারা যাচ্ছেন। মার্চ থেকে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে ৩ হাজার ৩৯৩ জনের বয়স ষাটের ঊর্ধ্বে।

করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি বলেছে, ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে মাস্কের ব্যবহার নিয়ে জেলা প্রশাসকদের রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। বলা হয়েছে, মাস্ক পরার ব্যাপারে এখনও অনেকে উদাসীন। রোববার কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। ঢাকায় ৩৭টি ভ্রাম্যমান আদালত সক্রিয় রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে জনগণ সচেতন না হলে জরিমানার পরিমান আরো বাড়ানো হবে। বর্তমানে ৫শ থেকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।

বাংলাদেশ কতো তাড়াতাড়ি টিকা পাবে এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন এই মুহুর্তে টিকা তৈরিতে মর্ডানা ও ফাইজার এগিয়ে রয়েছে। বাংলাদেশ এই দুটি কোম্পানীর সঙ্গে কোন চুক্তি করেনি। এর অন্যতম কারণ হচ্ছে টিকার সংরক্ষণ নিয়ে। এই টিকা সংরক্ষণ করতে হবে ৭০ থেকে ৮০ ডিগ্রি মাইনাস সেলসিয়াস তাপামাত্রায়। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। চটজলদি ব্যবস্থা করা যাবে তাও কিন্তু সম্ভব না। এটা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিষয়। বাকি থাকলো অক্সফোর্ডের টিকা। যেটা এখনও চূড়ান্ত পর্যায়ে আসেনি। ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা পেতে বাংলাদেশ চুক্তি করেছে। আগামী জানুয়ারির আগে এই টিকা পাওয়া যাবে না বলে কর্মকর্তারা এমনই ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক মনে করেন, টিকা কবে আসবে সেটাতো পরে। আগে আমাদের জাতীয় কোভিড টিকা নীতিমালা করা দরকার। নীতিমালা ছাড়া টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কিভাবে করা হবে? ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:02:31 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG