অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধ ও হেনস্থার ঘটনা ক্রমশ বাড়ছে


Supreme court of India
Supreme court of India

ভারতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধ ও হেনস্থার ঘটনা ক্রমশ বাড়ছে। আর তাতেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে তা ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে শীর্ষ আদালত কে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

সঙ্গে শীর্ষ আদালত আগেভাবে এ-ও জানিয়ে দিয়েছে, 'আমাদের কাছে প্রযুক্তি নেই' এই জাতীয় যুক্তি দিয়ে আর পার পাওয়া যাবে না এবার।এদিন আদালত জানিয়েছে, 'সাইবার ক্রাইম কোথায় বসে করা হচ্ছে তা ধরার মতো প্রযুক্তি আমাদের কাছে নেই বললে চলবে না। সেই প্রযুক্তি পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে এনে প্রয়োগ করতে হবে। সম্ভব হলে সেই প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধ বন্ধও করতে হবে।'দেশে ইন্টারনেটের ব্যবহার লাফিয়ে লাফিয়ে বাড়লেও সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে তেমন প্রযুক্তি নেই আইনরক্ষকদের কাছে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই সাইবার অপরাধ রোখা বা অপরাধীকে ধরতে পারে না পুলিস। প্রচ্ছন্নে থেকে নিরাপদে অপরাধ সংগঠিত করার এই প্রবণতা ক্রম বাড়ছে দেশজুড়ে। যা উদ্বেগজনক বলে মনে করছে শীর্ষ আদালত বলে খবর।

XS
SM
MD
LG