অ্যাকসেসিবিলিটি লিংক

রাম মন্দিরের ভূমি পূজায় আমন্ত্রণ পত্র পেয়েছেন মামলাকারী ইকবাল আনসারী


অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস ও ভূমি পূজায় উপস্থিত থাকার জন্য প্রথম আমন্ত্রণ পত্র পেয়েছেন ইকবাল আনসারী, যিনি অযোধ্যার মসজিদ-মন্দির জমি বিতর্কে অন্যতম মামলাকারী ছিলেন।

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস ও ভূমি পূজায় উপস্থিত থাকার জন্য প্রথম আমন্ত্রণ পত্র পেয়েছেন ইকবাল আনসারী, যিনি অযোধ্যার মসজিদ-মন্দির জমি বিতর্কে অন্যতম মামলাকারী ছিলেন।

আজ আমন্ত্রণপত্র হাতে পেয়ে আনসারী বলেন, শ্রীরামের ইচ্ছায় আমি প্রথম এই আমন্ত্রণ পেলাম। অবশ্যই যাবো। এই দিনটি সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নিজে আসছেন শিলান্যাস করতে, আরও বহু বিশিষ্টজন থাকবেন, কেউ সশরীরে, কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। এখানে আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত বোধ করছি। আমি মনে করি, অযোধ্যায় রাম মন্দির হলে অযোধ্যার জন্য সার্বিকভাবে তা খুবই ভালো হবে। এতে অযোধ্যার উন্নতি হবে। দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক আসবেন, তার ফলে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে‌, শহরটি আরও অনেক সুন্দর হয়ে উঠবে। অযোধ্যার চিরাচরিত ঐতিহ্য হিন্দু ও মুসলিম মুসলমানরা শান্তিতে পরস্পরের প্রতিবেশী হিসেবে বাস করে এসেছে।সেই ঐতিহ্য চিরকাল বজায় থাকবে।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠান নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। কারণ প্রধানমন্ত্রী সহ আরও কিছু মানুষ অমিত শাহের সঙ্গে গত কয়েকদিন মেলামেশা করেছেন। নিয়ম অনুযায়ী তাঁদের কোয়ারান্টিনে যাওয়ার কথা। কিন্তু আজ যে আমন্ত্রণ পত্র ছাড়া হয়েছে, তাতে কোনও রকম সন্দেহের অবকাশ রাখা হয়নি। আজ থেকে প্রস্তাবিত রাম মন্দির স্থলে পূজা পাঠ শুরু হয়েছে, সবকিছু ঠিকঠাক চললে বুধবার ৫ই আগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী।দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

সরাসরি লিংক


XS
SM
MD
LG