অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি


রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত বালুখালী ক্যাম্প ৮-ডাব্লিউ’র খলিলের বসতি থেকে। ২২ মার্চ দুপুরে প্রথম আগুন  লাগার সাথে সাথেই তা নিভিয়ে ফেলেন প্রতিবেশীরা। এতে রক্ষা পায় আশেপাশের বসতি। 

রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত বালুখালী ক্যাম্প ৮-ডাব্লিউ’র খলিলের বসতি থেকে। ২২ মার্চ দুপুরে প্রথম আগুন লাগার সাথে সাথেই তা নিভিয়ে ফেলেন প্রতিবেশীরা। এতে রক্ষা পায় আশেপাশের বসতি।

যেখানে আগুনের সূত্রপাত, পুড়েনি এর চারপাশে কোন বসতি। দুরের ক্যাম্পগুলোতে একযোগে আগুন লেগেছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন ৭ সদস্যের কমিটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানিয়েছেন, অনুসন্ধানের পাশাপাশি আগুন প্রতিরোধে সুপারিশ রয়েছে প্রতিবেদনে।

এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের পর থেকেই খলিল পলাতক। ওই স্থানে বসতি গেড়েছেন মোহাম্মদ রফিক।

খলিলের বসতিতে প্রথম আগুন ধরলেও এখনও অক্ষত আশেপাশের সবকিছু। এতে সৃষ্টি হয়েছে রহস্য। তাই ভয়াবহ এই অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদনের দিকে চেয়ে আছেন রোহিঙ্গারা।



XS
SM
MD
LG