অ্যাকসেসিবিলিটি লিংক

রিপোর্টারস উইদাউট বর্ডার্স বলেছে আরব বসন্তের স্থানগুলোতে বার্তা মাধ্যমের স্বাধীনতার উন্নতি হয়নি


বিশ্বব্যাপী বার্তা মাধ্যমের উপর নজর রাখছে এমনি একটা গ্রুপ বলেছে গত বছর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উন্নতি হয়নি। যদিও ওই অঞ্চলে আরব বসন্ত অব্যাহত থাকে।

Reporters Without Borders বুধবার প্রকাশিত তাদের বার্ষিক World Press Freedom Index রিপোর্টে বলেছে বিশ্বে সবচাইতে খারাপ পরিস্থিতি ছিল ওই সব অঞ্চলে যেখানে প্রতিবাদ বিক্ষোভ হয়। তারা বলেছে টিউনিশিয়া এবং মিশর যেখানে প্রতিবাদ বিক্ষোভের ফলে সরকার পরিবর্তিত হতে বাধ্য হয় সেখানে পরিস্থিতি খুবই খারাপ।


রিপোর্টে বলা হয় সিরিয়ায় সাংবাদিক ও যারা ইনটারনেট ব্যবহার করে তারা আসাদ সরকারের এবং বিরোধী গ্রুপের, তাদের ভাষায় তথ্য যুদ্ধের শিকার হয়েছে। সরকার এবং বিরোধী গ্রুপগুলো ক্রমান্বয়ে ভিন্নমত একেবারেই সহ্য করতে পারে না। ২০১২ সালে সিরিয়া ছিল সাংবাদিকদের জন্য সবচাইতে মারাত্মক দেশ।

ফ্রানস ভিত্তিক ওই সংগঠনের রিপোর্টে বাদবাকি আফ্রিকা ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও পরিস্থিতি খুবই নেতিবাচক বলে বলা হয়।
XS
SM
MD
LG