অ্যাকসেসিবিলিটি লিংক

রাসায়নিক অস্ত্র ধ্বংসে আন্তর্জাতিক তদন্তকারীরা সিরিয়ায়


প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র সম্ভার সত্যায়ন ধ্বংস সাধনের লক্ষ্যে কাজ শুরু করতে আন্তর্জাতিক তদন্তকারীরা সিরিয়ায় পৌঁছেছেন।

২০টি গাড়ী বহরের তদন্ত দলটি মঙ্গলবার লেবানন সীমান্ত দিয়ে দামেষ্কে পৌছেছেন। সেখানেই তারা প্রায় এক হাজার টন রাসায়নিক অস্ত্র সম্ভার তদন্ত, অকার্যকর করন এবং ধ্বংস করার জটিল কাজ শুরু করবে।

১৯১৪ সালের মাঝামাঝি নাগাদ সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার সিদ্ধান্ত জটিল ও কঠিন কাজ। রাসায়নিক অস্ত্র অকার্যকর করা এবং ধ্বংস করার জন্য এটি খুবই অল্প সময়।

সিরিয়ার অস্ত্র সম্ভারে রয়েছে সারিন, মাষ্টার্ড গ্যাস এবং অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক বস্তু যা দেশের প্রায় ৪৫টি স্থানে মজুদ করা আছে।
XS
SM
MD
LG