অ্যাকসেসিবিলিটি লিংক

অচলাবস্থা কাটানো এবং কর্জ্য সীমা বৃদ্ধিতে আবারো ওবামা রিপাবলিকান বৈঠক


যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে চলমান দ্বন্দ্ব নিরসন করে সরকারী কাজকর্মে আংশিক অচলাবস্থা কাটানো এবং কর্জ্য সীমা বৃদ্ধি করে দেশকে ঋনখেলাপী হওয়ার আশংকামুক্ত করতে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতৃবৃন্দ শুক্রবার আবারো বৈঠকে বসছেন।

এই মতদ্বৈততায় সরকারী কাজকর্মে আংশিক অচলাবস্থা চলার ১১তম দিন আজ।

এই অবস্থার প্রভাব নিয়ে বৃহস্পতিবার ওয়াল ষ্ট্রিট জার্নাল এবং এনবিসি নিউজ জরিপে দেখা যায় ৫৩ শতাংশ আমেরিকান এর জ্ন্য রিপাবলিকানদেরকে দায়ী করছেন। আর ৩১ শতাংশ দায়ী করছেন ডেমোক্রেটদেরকে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামা রিপাবলিকান ও ডেমোক্রেট দলীয় প্রতিনিধি পরিষদের শীর্ষ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ষ্পিকারজন বেয়নারের কার্যালয় থেকে বৈঠককে অর্থপূর্ন বলে জানানো হয়।
XS
SM
MD
LG