ভারতের পি টি আই সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে-দেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর পাক জঙ্গিদের নাশকতা ঘটানোর ছক ভেস্তে দিলো দিল্লি পুলিশ। এর পেছনে মাস্টারমাইন্ড হিসেবে ইন্ডিয়ান মুজাহেদিনের নাম উঠে এসেছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
ভোটের প্রচারে নতুন বিতর্ক, কলকাতা ও শহরতলির জন্যে মেট্রো রেলের প্রকল্পের কাটছাঁট- আর তারই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভোটের প্রচারে নতুন বিতর্ক, কলকাতা ও শহরতলির জন্যে মেট্রো রেলের প্রকল্পের কাটছাঁট- আর তারই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।